আজ জাতীয় প্রেসক্লাব নির্বাচন; ফরিদা ইয়াসমিন প্রথম নারী সভাপতি প্রার্থী

আজ জাতীয় প্রেসক্লাব নির্বাচন; ফরিদা ইয়াসমিন প্রথম নারী সভাপতি প্রার্থী

জাতীয় প্রেসক্লাব থেকে সাগর চৌধুরীঃ আজ জাতীয় প্রেসক্লাবের নির্বাচন। গণমাধ্যম কর্মিদের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ন জাতীয় প্রেসক্লাব নির্বাচন। এখানের ভোটারা আজ ভোট দিবেন তাদের প্রার্থী নির্বাচনে। 

এদিকে ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবারও সভাপতি হিসাবে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। অপর পক্ষে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবারে সভাপতি পদে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন নির্বাচিত হলে তিনিই হবেন জাতীয় প্রেসক্লাবের একমাত্র নারী সভাপতি। 

আজকের নির্বাচনে প্রার্থী যারা
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি প্রার্থী ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক প্রার্থী ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি ওমর ফারুক।

অপর পক্ষে সবুজ-ইলিয়াস পরিষদের সভাপতি প্রার্থী ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচন করছেন। সদস্য পদে লড়বেন আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, মহিউদ্দিন সরকার, রহমান মুস্তাফিজ, রফিক আহমেদ মুফদি (আহমেদ মুফদি), রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা এবং সলিমউল্লাহ সেলিম।

সবুজ-ইলিয়াস পরিষদ সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করীম, যুগ্ম সম্পাদক পদে নাজমুল আহসান ও সৈয়দ আলী আসফার এবং কোষাধ্যক্ষ পদে সালাউদ্দিন আহমেদ বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা কামাল মজুমদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, শামসুল হক দুররানী, কামরুল হাসান দর্পণ, নূরুননবী রবি, জিয়াউদ্দিন সাইমুম, শাহনাজ বেগম পলি এবং মো. গোলাম কিবরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top