আগামী বরিবার থেকে ডিসি পদে কর্মকর্তা নির্বাচনে সাক্ষাৎকার শুরু

আগামী বরিবার থেকে ডিসি পদে কর্মকর্তা নির্বাচনে সাক্ষাৎকার শুরু

বিশেষে প্রতিবেদকঃ জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য যোগ্য কর্মকর্তা নির্বাচনে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, মোট ৩৪৬ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারে অংশ নেয়ার জন্য ডাকা হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ৩, ৭, ৯, ১০, ১৪ ও ১৬ জানুয়ারি। এর মধ্যে ৩, ৭, ৯, ১০ ও ১৪ জানুয়ারি প্রতিদিন ৬০ জন করে ৩০০ জনের এবং ১৬ জানুয়ারি ৪৬ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেয়া হবে।

সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি পদে নিয়োগ পেয়ে থাকেন। নির্বাচিত যোগ্য কর্মকর্তাদের পরবর্তীতে ডিসি পদে নিয়োগ দেয়া হবে।

জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন।

এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top