ভোলা প্রেসক্লা‌বের নির্বাচন স্থ‌গিত;  প্রতিবা‌দ ও ক্ষোভে উত্তাল ভোলা প্রেসক্লাব

ভোলা প্রেসক্লা‌বের নির্বাচন স্থ‌গিত; 
প্রতিবা‌দ ও ক্ষোভে উত্তাল ভোলা প্রেসক্লাব

সাগর চৌধুরীঃ দীর্ঘ বেশ কয়েক বছর পর ভোলা
প্রেস ক্লা‌বের নির্বাচনী তফ‌সিল ঘোষনার করা হয়েছিল।

ভোলা জেলা প্রেসক্লাবের সকল সাংবা‌দকিগণ নির্বাচনী শৃঙ্খলা মেনে আজ মনোনয়ন পত্র দা‌খিলের জন্য নির্বাচন ক‌মিশন অফিসের সামনে গিয়ে দেখেন অপ্রত‌্যা‌শিত ভাবে নির্বাচন ব‌ন্ধের নো‌টিশ ঝোলা‌নো হয়েছে।

সেই নোটিশ দেখতে পেয়ে ভোলা প্রেসক্লাবের সদস্যরা বলেন, কোন কারন ও আলোচনা ছাড়াই নির্বাচন বন্ধ করা ক‌মিশ‌নের এমন কাজ এমন হতাশ জনক। সদস্যরা বলেন, আমরা নির্বাচন করতে চাই। আবার অনেকেই বলেন, বর্তমান কমিটি’র অনেকেই নির্বাচনে জিততে পারবে না বলেই তারা এমন কাজ করেছে।

ভোলা প্রেস ক্লা‌বের ম‌নোনয়ন প্রার্থী ও অনেক সদস‌্য ভোলাপ্রেসবের সাংবা‌দিকগণ প্রেস ক্লাব ভব‌নে গিয়ে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন।

তবে ভোলা প্রেসক্লাবের অনেক সদস্যরা বলেন, বর্তমানের অবৈধ কমিটি,যারা নির্বাচনে জয়ী না হয়ে, পোছনের দরজা দিয়ে ক্লাবের হর্তাকর্তা হয়েছেন তারা প্রেসক্লা‌বের সি‌নিয়র  ৬ জন সদ‌স্যের পদ বা‌তিল করেছেন।
বিক্ষোভ করার এটাও একটি কারণ।

এবারের ভোলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ফরম কিনেছেন; প্রবীণ সাংবাদিক আবু তাহের, এম হাবিবুর রহমান, সাংবাদিক নজরুল হক অনু এবং
কবি ও সাংবাদিক সামস উল আলম মিঠু।

এছাড়াও এবারের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক ফরম কিনেছেন, সাংবাদিক ও শিক্ষক অমিতাভ অপু, ,
সাংবাদিক আল আমিন শাহরিয়ার, সাংবাদিক শাহাদাত হোসেন শাহিন ও সাংবাদিক ওমর ফারুক।

এছাড়াও বিভিন্ন পদে আরও অনেকেই ফরম নিয়েছেন। কিন্তু আজ নির্বাচন বন্ধের ঘোষণায় সেই নামগুলোও সামনে আসনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top