চরফ্যাশনে জাতির পিতার সম্মান রক্ষার্থে সমাবেশ অনুষ্ঠিত

চরফ্যাশনে জাতির পিতার সম্মান রক্ষার্থে সমাবেশ অনুষ্ঠিত

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশনে জাতির পিতার সম্মান রক্ষার্থে সমাবেশ অনুষ্ঠিত। ভোলা চরফ্যাশনে দেশ ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মান রক্ষার্থে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশের অংশ হিসেবে চরফ্যাশন উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এক সমাবেশর আয়োজন করা হয়েছে৷

আজ শনিবার (১২ আগষ্ট) সকাল সারে ১০ টায় চরফ্যাশন উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে চরফ্যাশন ফ্যাশন স্কয়ার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন উপস্থিত ছিলেন৷

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার, কৃষি কর্মকর্তা আবু হাসনাইন, সমবায় কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, হাসপাতালের ইউএইচও শোভন কুমার বসাক , থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন সহ চরফ্যাশন উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার নামে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি কটাক্ষ ও অবমাননা প্রদর্শন করা হচ্ছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে ধর্মপ্রাণ এবং ভিন্নমত ও পথের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশের মানুষকে কখনোই ধর্মের নামে বিভ্রান্ত করা যায়নি ও ভবিষ্যতেও যাবে না। বঙ্গবন্ধু পাকিস্তানের সাম্প্রদায়িক বিভাজনের নীতি, ধর্মের নামে রাজনৈতিক হীন স্বার্থসিদ্ধির অপকৌশল ও বাঙালি সংস্কৃতিবিরোধী রাষ্ট্রীয় পদক্ষেপের প্রতিবাদে এ দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রের মৌলিক দর্শন হলো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা। বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে সুকৌশলে জাতির জনকের প্রতি অবমাননা প্রদর্শন করা মেনে নেয়া যায়না৷ আমরা এর তিব্র প্রতিবাদ করছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top