বোরহানউদ্দিনে ২৩৯০ জন কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন
রবিবার সকালে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় প্রকৃতিক দূর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে রবিশস্য পুনর্বাসন প্রকল্পের আওতায় চাষীদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আলী আজম মুকুল এমপি
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আজ রবিবার সকালে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় প্রকৃতিক দূর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে রবিশস্য পুনর্বাসন প্রকল্পের আওতায় ২৩৯০ জন চাষীদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আলী আজম মুকুল এমপি।
বিশেষ অতিথি
আবুল কালাম, উপজেলা চেয়ারম্যান, বোরহানউদ্দিন, রফিকুল ইসলাম মেয়র, বোরহানউদ্দিন উপস্থিত ছিলেন।
আজ রবিবার বোরহানউদ্দিন উপজেলায় প্রকৃতিক দূর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে রবিশস্য পুনর্বাসন প্রকল্পের আওতায় ২৩৯০ জন চাষীর মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহানউদ্দিন।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে আজকের অনুষ্টানে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়।