রিজেন্ট  হাসপাতালের চেয়ারম্যান সাহেদ সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক

PicsArt_07-15-10.27.38.jpg

রিজেন্ট  হাসপাতালের চেয়ারম্যান সাহেদ সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক

সাগর চৌধুরীঃ আজ সোমবার পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে রিজেন্ট  হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ সহ চারজনের বিরুদ্ধে মামলা  করেছে দুদক।

দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলায় 

(১)  মোঃ মাহবুবুল হকচিশতী  ,  পরিচালনা  পর্ষদের   নির্বাহী/অডিট   কমিটির সাবেক চেয়ারম্যান, পদ্মা ব্যাংক লিঃ(সাবেক দি ফারমারর্স ব্যাংক লিঃ),

(২)     মোঃ   রাশেদুল   হক   চিশতি  ,  ব্যবস্থাপনা   পরিচালক,বকশীগঞ্জ   জুট   স্পিনার্স   লিঃ,   পিতা-   মোঃ   মাহবুবুল   হক   চিশতি   (বাবুলচিশতি),

(৩) মোঃ সাহেদ,   চেয়ারম্যান,  রিজেন্ট   হাসপাতাল   লিঃ,   এবং (৪)  মোঃ ইব্রাহিম খলিল , ব্যবস্থাপনাপরিচালক,  রিজেন্ট  হাসপাতাল  লিঃ-কে আসামি কর হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে  ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে অর্থ   স্থানান্তর,   রূপান্তরের   মাধ্যমে  ঋণের   নামে  পদ্মা   ব্যাংক   লিঃ  (সাবেক   দি ফারমার্স ব্যাংক লিঃ), গুলশান কর্পোরেট শাখার ১,০০,০০,০০০/- (এক কোটি)টাকা   (যা   সুদাসলসহ   ১৫/৭/২০২০   খ্রি:   তারিখের   স্থিতি   ২,৭১,০০,০০০/-টাকা)  আত্মসাৎ করেন। আসামিদের  বিরুদ্ধে দণ্ডবিধির  ৪০৯/১০৯ ধারাসহ১৯৪৭ সালের   দুর্নীতি   প্রতিরোধ   আইনের   ৫(২)   ধারা  এবং  মানিলন্ডারিংপ্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায়  মামলা দায়ের করা হয়।

অপরাধ সংঘটের সময়কাল : ১১.০১.২০১৫ হতে ২১.০১.২০১৫ ইং

মামলা নং দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-০৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top