সচিব বড় ভাই ও নিকটাত্মীয়দের ছত্রছায়ায় মানব পাচারে কোটিপতি ছোটভাই!
বিশেষ প্রতিবেদক: বড় ভাই সচিব, বোন দুদুকের কর্মকর্তা, নিকটাত্মীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এসব পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির বাণিজ্য ও মানব পাচারের মাধ্যমে কোটিপতি বনে গেছেন কর্মজীবনে কোন ব্যবসা বা চাকরি না করা প্রাইভেট ভার্সিটি থেকে লেখাপড়া করা এম টিপু।
অনুসন্ধানে জানা গেছে, বড় ভাই এটিএম নাসির উদ্দিন সিনিয়র সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ভাইয়ের প্রভাবে ও নাম ভাঙ্গিয়ে এটিএম টিপু মিয়া মালয়েশিয়া মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মানব পাচার এবং মন্ত্রণালয়ের ও সরকারি বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্য করে কোটিপতি বনে গেছেন ছোটভাই এম টিপু মিয়া। পিতা ছিলেন স্কুল মাস্টার, ছেলে মেয়ে একাধিক হওয়ার কারণে টানা পূরণের সংসার ছিল তার। এমন সংসার থেকে বেরিয়ে আসা টিপু মিয়া ও তার পরিবার ফুলেফেঁপে একাকার হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কর্মজীবনে কোন প্রকার ব্যবসা বা চাকরী না করেই গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও বাগিয়ে নিয়েছেন গার্মেন্টস ফ্যাক্টরির মালিকানা। বিভিন্ন তদবীর ও চাকরি দেওয়ার নাম করে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষের শেষ সম্বল টুকু নিয়ে বিভিন্ন রকমের প্রতারণার অভিযোগ রয়েছে মানব পাচারকারী সিন্ডিকেটের অন্যতম হোতা টিপুর বিরুদ্ধে। টাকা নিয়ে কোনো প্রকার কাজ না করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করাই তার নেশা ও পেশা। সাধারণ মানুষ প্রতারিত হয়ে পাওনা টাকা চাইতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। আর এসব মানুষকে ভয় ভীতিও হুমকি দেওয়ার জন্য তার সহযোগী হিসেবে রয়েছে আওয়ামী লীগের কথিত কিছু সন্ত্রাসী গ্রুপ। মানব পাচার ও তদবির বাণিজ্য পরিচালনায় লোকদেখানো ও প্রতারণার ফাঁদ হিসেবে রাজধানীর শান্তিনগরে রয়েছে একটি সুসজ্জিত অফিস। তার অফিসে কর্মচারী পরিচয় দেয়া ব্যক্তিরা মূলত তার সহযোগী সন্ত্রাসী গ্রুপ। তার শান্তিনগরের ওই অফিসটি মুলত সন্ত্রাসী ও দালাল চক্রের আড্ডাখানা হিসেবে চিহ্নিত।
মানব পাচারকার টিপু মিয়ার নিকট ওই সন্ত্রাসী ও দালাল গ্রুপটি বিভিন্ন কাজ কর্মের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মক্কেল হিসেবে সাধারণ মানুষদের চিহ্নিত করে নিয়ে আসে।
এম টিপু মিয়ার ভাই এটিএম নাসির উদ্দিন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানের ত্রুটি দেখা দেয়। এরপরে অন্যত্র বদলি করা হয়। সূত্র জানায় বড় ভাই এটিএম নাসিরুদ্দিন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে থাকাকালীন টিপু মালয়েশিয়াতে অবৈধ ভাবে মানব পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
খোঁজখবর নিয়ে আরও জানা গেছে, টিপু মিয়ার টাকার দাম্ভিকতার কাছে হেরে গেছে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের এক নেতার সংসার পরিক্রমা। ওই ছাত্রলীগ নেতার স্ত্রী কে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন টিপু।
চলবে……..