পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ এর মোঃ নুরুল আমিন এর বিরুদ্ধে দুদকের মামলা
সাগর চৌধুরীঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ হিসাব সহকারী মোঃ নুরুল আমিন এর বিরুদ্ধে দুদকের মামলা
দুদক প্রধান কার্যালয়, ঢাকার সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয় , আসামি মোঃ নুরুল আমিন, হিসাব সহকারী-১, প্রধান প্রকৌশলী (সঞ্চালন-২) এর দপ্তর, পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি), আফতাব নগর, বাড্ডা, ঢাকা, জেনে শুনে অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৬,০৮,৫০০/-টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দাখিল এবং ১,০২,৭৫,২৯২/-টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও উহা দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে ০৪-০৩-২০১৮ইং তারিখে আসামি মোঃ নুরুল আমিন এর নামে দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। আসামি মোঃ নুরুল আমিন নির্ধারিত সময়ের মধ্যে তাঁর এবং তাঁর স্ত্রী সন্তানদের নামীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণ দুর্নীতি দমন কমিশনে গত ২২-০৩-২০১৮খ্রিঃ তারিখে দাখিল করেন।
দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে মামলাটি দায়ের করা হয়।