দুদকের তিন অভিযান

আজ দুদকের তিন অভিযান

সাগর চৌধুরীঃ এছাড়া সিলেটে রাস্তা মেরামতের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর,ঢাকা বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

বগুড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক বগুড়া জেলা কার্যালয় হতে ধুনট উপজেলায় আজ (২৮-১০-২০২০) এ অভিযান পরিচালিত হয়।

সরেজমিন অভিযানে দুদক টিম ধুনট উপজেলার সোনামুয়া হাট থেকে হাসাপোটল গ্রাম পর্যন্ত নির্মিত ১.৭৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান খতিয়ে দেখে।

অভিযোগ সংশ্লিষ্ট কান্তানগর গ্রামের ৫০ মিটার রাস্তা খালের উপরে ভেঙে পড়েছে, দুদক টিম এমনটি দেখতে পায়। এ বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষ দুদক টিমকে অবহিত করেন যে, প্রবল বর্ষণ এবং সড়কের পাশের খাল থেকে বালু উত্তোলনের ফলে সড়কটি ভেঙ্গে গিয়েছে। জনভোগান্তি নিরসণে অবিলম্বে ক্ষতিগ্রস্থ সড়কটি যথাযথভাবে মেরামতপূর্বক ঠিকাদারের বিল পরিশোধ করা হবে মর্মে নিশ্চয়তা প্রদান করা হয়।

এছাড়া ময়মনসিংহ পাসপোর্ট অফিসে গ্রাহক ভোগান্তি, হয়রানি ও পাসপোর্ট ফরম গ্রহণ হতে পাসপোর্ট প্রদানের বিভিন্ন স্তরে বাড়তি অর্থ আদায়ের একাধিক অভিযোগে এবং চট্টগ্রামের বোয়ালখালীতে নামজারি ও অন্যান্য সেবা প্রদানে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ এবং সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে ২টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top