বোরহানউদ্দিনে মেঘনা ও তেতুলিয়া নদীতে পৃথক দুটি অভিযানে দশ হাজার টাকা জরিমানা

PicsArt_10-14-06.44.59.jpg

বোরহানউদ্দিনে মেঘনা ও তেতুলিয়া নদীতে পৃথক দুটি অভিযানে দশ হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আজ বোরহানউদ্দিনে মেঘনা ও তেতুলিয়া নদীতে পৃথক দুটি অভিযানে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার ফেইসবুক পেইজ থেকে হুবুহু তুলে ধরা হল।

“আজ দিনে মেঘনা ও তেতুলিয়া নদীতে পৃথক দুটি অভিযানে তেতুলিয়া নদী সম্পূর্ণ ফাঁকা ছিল।

মেঘনা নদীতে একটি সাগরের ট্রলারের নিচে ১১পিছ মাছ পাওয়া যাওয়ায় দুইজনকে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

একইসাথে নদীতে পেতে রাখা প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত প্রায় ৫ কেজির মত মাছ নৌকার শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়। একইসাথে সরকারের সিদ্ধান্ত মোতাবেক বরফকল বন্ধ আছে কিনা তা দেখার জন্য হাকিমুদ্দিন বাজারের বরফকলটি পরিদর্শন করা হয়।

মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসারসহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।

তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি), সহকারী মৎস্য কর্মকর্তাসহ বোরহানউদ্দিন থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।

জরিমানা-  মাকসুদ(৪৬), পিতা:মোজাম্মেল,
মাইনুদ্দিন(৪৮),পিতা: আবুল বাশার, সর্ব সাং সাকুচিয়া ৩ নং ওয়ার্ড, মনপুরা, ভোলা।

প্রত্যেকের ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা।”

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা; এ. এফ. এম. নাজমুস সালেহীন বলেন,  আজকের প্রথমদিনের অভিযানের দুই জনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও অভিযান পরিচালনা করব।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার ফেইসবুক পেইজে তথ্য দেওয়া প্রসঙ্গে বলেন, এটা আমাদের পেইজ। এখানে প্রতিদিনের তথ্য গুলো দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top