চাল কেলেঙ্কারির দায়ে আ.লীগের ২ নেতা বহিষ্কার

চাল কেলেঙ্কারির দায়ে আ.লীগের ২ নেতা বহিষ্কার

জেলা প্রতিবেদকঃ চাল কেলেঙ্কারির দায়ে আ.লীগের ২ নেতা বহিষ্কার করেছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দশ টাকা কেজি দরের গরিবের চাল কেলেঙ্কারির অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সকালের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দলের হাইকমান্ডের নির্দেশে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, মেসার্স তিন ভাই ট্রেডার্স অ্যান্ড সেমি অটোরাইচ মিলের মালিক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলী ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের পরিবেশক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের আব্দুল হাদি মন্ডল।

উপজেলার বেড়েবাড়ির বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে ২৮ সেপ্টেম্বর বিকেলে সুবিধাভোগীদের নিকট দশ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদির কাছে অভৈধভাবে রাখা ২৩৬টি কার্ড জব্দ করেন। একই স্থানে নবাব আলীর গুদামে খাদ্য অধিদফতরের বস্তায় প্রায় ৫০০ মণ চাল মজুদ রাখা হলে এর মধ্যে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ মণ (৫১ বস্তা) চাল জব্দ করা হয়।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। একই দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে ওই দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top