পুলিশি হয়রানি-চাঁদাবাজি বন্ধের দাবি ট্রাক শ্রমিকদের
নগর প্রতিবেদকঃ সড়কে পুলিশি হয়রানি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা সহ নয় দফা দাবি জানিয়েছে ঢাকা জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
ট্রাক শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন করে থাকেন। মহামারি করোনা যখন বিশ্বের জনজীবনকে চরমভাবে আঘাত করেছে তখনও এই শ্রমিকরা জীবন বাজি রেখে পণ্য পরিবহন করেছেন। এর ফলে দেশের শিল্প ও কৃষি আবারও ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পেয়েছে। কিন্তু এই শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন চলে।’
তারা আরও বলেন, ‘মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যেমন বিক্ষোভে ফেটে পড়ে, বর্তমানে আমাদের অবস্থাও হয়েছে তাই। গত ২৬ আগস্ট বিআইডব্লিটিএ গাবতলী বেড়িবাঁধ এলাকায় বিনা নোটিশে পণ্য পরিবহনের ১৭টি গাড়ি ভাঙচুর করেছে এবং চারটি গাড়ি মালামালসহ নিলামে বিক্রি করে দিয়েছে।
এছাড়া পণ্য পরিবহনের টার্মিনালের সমস্যা, মাত্রাতিরিক্ত টোল আদায়, সন্ত্রাসীদের আক্রমণ, বিশ্রামাগারের অভাব, দুর্নীতিপরায়ণ পুলিশ ও বিআরটিএ’র কর্মকর্তাদের নির্যাতন প্রতিমুহূর্ত আমাদের অস্থির করে তুলছে।’
সমস্যা সমাধানে শ্রমিক ইউনিয়নের দাবিগুলো হচ্ছে– ২৬ আগস্টের ঘটনায় বিআইডব্লিটিএ’কে ক্ষতিপূরণ দিতে হবে; ওই ঘটনার সঙ্গে জড়িত বিআইডব্লিটিএ যুগ্ম-পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিনকে অপসারণ ও শাস্তি দিতে হবে; সারাদেশে মহাসড়কের পাশে এবং জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ করতে হবে; সড়ক পরিবহন আইন ২০১৮-তে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে দেওয়া সংশোধনী অবিলম্বে বাস্তবায়ন করতে হবে; বিআরটিএ’র কাছে জমা ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ করতে হবে এবং না দেওয়া পর্যন্ত ড্রাইভারদের চলমান লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর সুযোগ দিতে হবে; যানবাহনের বর্ধিত আয়কর প্রত্যাহার করতে হবে; সড়ক-মহাসড়কের পুলিশি হয়রানি, মস্তানি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে; বিআইডব্লিউটিএ’র ফেরিঘাট ও টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে এবং টঙ্গী ট্রাক-কাভার্ডভ্যান টার্মিনাল স্থায়ী করতে হবে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি জয়নাল আবদীন এবং সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বারসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।