বোরহানউদ্দিনে নকল সেমাই জব্দ, জরিমানা করলেন নির্বাহী কর্মকর্তা। 

 

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আজ দুপুরে ভোলার বোরহানউদ্দিন কাঁচা  বাজারে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেন বোরহানউদ্দিন উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ আঃ কুদ্ দূস। বোরহানউদ্দিন কাঁচা বাজারে ধ্রবতারা স্টোরের মালিক মোঃ আল মামুনকে ভোক্তা অধিকার আইনে ২০০৯ সালের ৫১ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধের ৩৭ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়, লোকমান স্টোরের মালিক লোকমানকে। এবং গ্রীন সুপার স্টোরকেও জরিমানা করা হয়। তবে জব্দকৃত সেমাই,  টেষ্টি সল্ট, টেষ্টি স্যালাইন বাজারের পেছনের খালে ফেলা হয়।

বোরহানউদ্দিন উপজেলার এস আই মোঃ নাছির উদ্দিন বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করি । বাজারের ক্রেতা সাধারনের অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহন করি।

এর আগে সকালে বোরহানউদ্দিন বাজারে ভিবিন্ন ঔষদের দোকানে ও অভিযান পরিচালনা করেন নিবার্হী কর্মকর্তা মোঃ আঃ কুদ্ দূস। সঙ্গে ছিলেন ভোলা জেলা ড্রাগস্ সুপার এস এম সুলতানুল আরিফিন।

 

আজ  দুপুরে অভিযান শেষে জব্দ করা সেমাই,ঔষধ খালে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top