জিনের বাদশা’রা এক হাজার ছয়শ কোটি টাকা প্রাপ্তির অফার দিয়েছিল এই ‘
জেলা প্রতিনিধিঃ কোটিপতি হওয়ার প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা নিজেদের জিনের বাদশা দাবি করে বিভিন্ন প্রলোভন ও ধর্মীয় ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রংপুর নগরীর ইসলামবাগ আরকে রোড এলাকার মৃত মকবুল খানের ছেরে মুরাদ খান ওরফে ইঞ্জিনিয়ার মুরাদ (৪২), আমাশু কুকরুল এলাকার সাইফুল ইসলামের ছেলে মিরাজুল হাসান ওরফে মিরাজ (৩০) এবং ঢাকার দারুস সালামের লালকুঠি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে শাহিন (৩০)।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) আলতাফ হোসেন।
তিনি জানান, অল্প সময়ের মধ্যে এক হাজার ছয়শ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার কিংবা প্রাচীন পিলারের নিচে থাকা ইউরেনিয়াম দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল গোফফার প্রধান (৬১) নামের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের পরিবারের কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় এ প্রতারক চক্র। পরে ওই শিক্ষককে অপহরণ করে প্রতারক চক্রটি। এ ঘটনার অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার (২৪ জুলাই) নগরীর রংপুর মেডিকেল ক্যাম্পাস এলাকা থেকে জিনের বাদশাহ পরিচয় দেওয়া প্রতারক চক্রের সক্রিয় ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে তিনটি একশ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প, একটি মোটরসাইকেল ও একটি পিতলের কলস উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে ভুক্তভোগীর দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ওই প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।