কর কমিশনার জামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন – এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম
সাগর চৌধুরীঃ অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কর কমিশনার জামাল আহমেদ (৫৮) আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জামাল আহমেদ বিসিএস (কর) ১৩তম ব্যাচের কর্মকর্তা।
তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কর আপীল অঞ্চল-৩ এর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট পাকুড়িয়ায়। মৃত্যুকালে তিনি স্ত্রী তামান্না পারভীন ও ছেলে অখিলপ্রিয় জামালিসহ প্রিয় সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সহকারী কর কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। ১৯৬২ সালের ৫ ফেব্রুয়ারি তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট পাকুড়িয়ায় জন্মগ্রহণ করেন।
সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড আবু হেনা মো: রহমাতুল মুনিম জামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পরম করুনাময় আল্লাহ্ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।