মৃত্যুদিন – গৌতম ঘোষদস্তিদার
নির্বিকার হয়ে আছি অকাশ-পাতাল,
তোমাকে শরণ করি ওগো মহাকাল।
বিনামেঘে বজ পড়ে সহসাই বুঝি,
অন্ধকার সয়ে এলে তোমাকেই খুঁজি।
দিনগুলি ছিল যেন শূন্যতায় ঘেরা,
ডাক্তার-ওষুধ আর কবে ঘরে-ফেরা।
সবটাই চোখে পড়ে আগের মতন,
কেবল মিলিয়ে যায় পুঁথির লিখন।
রচনারীতিও ভুলি আকার-প্রকার,
সাদাপাতা পড়ে থাকে দেখি নির্বিকার।
দিন যায় রাত আসে বুঝি না তফাত,
তারাগুলি নিভে এলে ভাবি আত্মঘাত।
অন্ধকারে দেখি যেন দেহ জলে ভাসে,
জন্মদিন দূরে যায় মৃত্যুদিন আসে।