সদরঘাটে আজও উপচেপড়া ভিড়, কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না
নগর প্রতিবেদকঃ সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সোমবারও (১ জুন) যাত্রীদের উপচেপড়া ভিড় আছে।
আজ সকাল থেকে ৭৫টি লঞ্চ ছেড়ে গেছে ও ভিড়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে ১০ নম্বর পল্টুনে উপচেপড়া ভিড় হওয়ায় সেখানে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না।
আজ সদরঘাটে গিয়ে দেখা যায় বিকালের লঞ্চ ধরতে মানুষ দলে দলে টার্মিনালের দিকে হেঁটে চলেছে। তাদের মধ্যে সামাজিক দূরত্ব দূরে থাক করোনা আক্রান্ত হওয়া থেকে নিজেদের রক্ষা করতে কোনও বিধিই মানা হচ্ছে না।
বেশির ভাগেরই মাস্ক থাকলেও সেটি সঠিকভাবে ব্যবহার করতে দেখা যায়নি। প্রয়োজনের তুলনায় লঞ্চ কম হওয়ায় ভিড় বেশি বলেও বলছেন তারা।