সরকারী চাল চুরি; খাদ্য কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
দুদক প্রতিবেদকঃ সরকারি চাল আত্মসাতের অভিযোগে বগুড়ার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রোববার (৩১ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বগুড়া জেলার গাবতলী উপজেলার সাবেকপাড়া এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম, একই গুদামের নৈশ প্রহরী মো. সাদেকুল ইসলাম ও বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা মো. আমজাদ হোসেনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সাবেকপাড়া এলএসডি খাদ্য গুদামের ৩০০ বস্তা বা ১৫ হাজার কেজি সরকারি চাল অবৈধভাবে পাচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
করোনাভাইরাসের এ পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে এর আগে দেশের বিভিন্ন স্থানে ১৫টি মামলা দায়ের করে দুদক।