বোরহানউ‌দ্দি‌নে ক্ষুদ্র ও প্রা‌ন্তিক ১৭শ কৃষক‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে রাসায়‌নিক সার ও বীজ বিতরন

PicsArt_04-15-07.47.01.jpg

বোরহানউ‌দ্দি‌নে ক্ষুদ্র ও প্রা‌ন্তিক ১৭শ কৃষক‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে রাসায়‌নিক সার ও বীজ বিতরন

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে খ‌রিফ/১, ২০২০-২০২১ মৌসু‌মে ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দের মা‌ঝে প্রনোদনার অাওতায় বিনামূ‌ল্যে রাসায়‌নিক সার ও‌ অাউশ ধা‌নের বীজ বিতরন করা হ‌য়ে‌ছে।

অাজ সকা‌লে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা মিলনাতয়‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে এ রাসায়‌নিক সার ও অাউশ বীজ বিতরন কর্মসূচীর শুভ উ‌দ্বোধন ক‌রেন ভোলা-২ অাস‌নের সংসদ সদস‌্য, প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রনাল‌য় সম্প‌র্কিত স্থায়ী কমি‌টির সদস‌্য অালী অাজম মুকুল এম‌পি।

আরও উপস্থিত ছিলেন, কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক হরলাল মধু, বোরহানউ‌দ্দিন উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো : ব‌শির গাজী। বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা সহ আরও অনেকে।

কর্মসূচীর অাওতায় ১৭শত কৃষক কে প্রতি ৩৩ শতাংশ জ‌মির জন‌্য একজন কৃষক কে ডিএফ‌পি ২০ কে‌জি, এমও‌পি ১০ কে‌জি ও উপ‌শি অাউশ ধা‌নের ৫ কে‌জি ক‌রে বীজ বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top