মিয়ানমারের রাখাইনে গোলা বর্ষণ, নিহত ৮
অান্তজার্তিক প্রতিবেদকঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলা বর্ষণে আটজন নিহত হয়েছেন। স্থানীয় দুই কর্মকর্তা ও এক গ্রামবাসী এ তথ্য জানিয়েছেন।
সোমবার রাজ্যটির পুনাগেয়ান অঞ্চলের কেয়াউক সেইক গ্রামে এ ঘটনা ঘটে।
পুনাগেয়ান শহরের সংসদ সদস্য তুন মউং জানান, তিনি কেয়াউক সেইক গ্রামে গিয়েছিলেন। সেখানে আটজন নিহত হয়েছেন।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল টুন টুন নিয় ফোনে বলেছেন, ‘রাখাইনে লড়াই চলছে তবে কোনও গ্রামে গুলি চালানোর এ জাতীয় ঘটনা ঘটেনি। আমরা এখনও বেসামরিক কোনো হতাহতের নিশ্চয়তা পাইনি।’
কেয়াউক সেইক গ্রামের বাসিন্দা দোয়ে মং জানান, গোলায় তার তিন ভাতিজা নিহত হয়েছে।
এদিকে মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি (এএ) এক বিবৃতিতে ওই গ্রামে গোলাবর্ষণের জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করছে।