ঠাকুরগাঁওয়ে লকডাউনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় আহত ৬

PicsArt_04-12-02.43.45.jpg

ঠাকুরগাঁওয়ে লকডাউনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় আহত ৬

মো আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে লকডাউনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) ভোরে সাড়ে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি দ্রুতগতিগামী মাইক্রোবাস উল্টো দিন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।

এসময় ট্রাকটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেলে ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়।

অপরদিকে মাইক্রোবাসের ভেতরে থাকা যাত্রীসহ ৬ জনর আহত হয়। পরে ফায়ার সার্ভিসেরকর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে জেলা প্রশাসন শনিবার রাত ৯টা থেকে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করেন।
লকডাউন কার্যকর হওয়ার পরও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠাকুরগাঁওয়ে যানবাহন প্রবেশের সময় সড়ক দুর্ঘটনা শিকার হওয়াকে দুঃখজনক বলে মনে করছেন স্থানীয়রা।

এ জেলায় এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম মোবাইল ফোন রিসিভ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top