ভোলার দৌলতখানে মেঘনা নদীতে ৩২ জেলে আটক
দৌলতখান উপজেলা প্রতিনিধিঃ আজ দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য অফিসার ও দৌলতখান থানা পুলিশের সমন্বয়ে মেঘনা নদীতে মৎস অভিযান পরিচালনা করা হয়।
সরকারের নিষেধ অমান্য করে মেঘনা নদী হতে মাছ ধরার সময় ০৯ টি মাছ ধরার ট্রলার, ৭০,০০০ (সত্তর হাজার) মিটার অবৈধ জাল সহ ৩২ জন জেলেদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র নাথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত জেলেদের মধ্যে ১৭ জনের প্রত্যেককে ০১ বছর করে কারাদন্ড প্রদান করেন।
০৬ জন অধিক বৃদ্ধ হওয়ায় তাদেরকে ৫০০০/- টাকা করে প্রত্যেককে অর্ধদন্ড প্রদান করেন।
০৯ জন শিশু হওয়ায় তাহাদেরকে মুক্তি দেন।
উদ্ধারকৃত জাল প্রকাশ্যে আগুন দিয়া পোড়ানো হয় এবং মাছ স্থানীয় গরীব সহ ইয়াতিমখানায় বিতরন করা হয়।