বোরহানউদ্দিনে সাইলো ভর্তুকি মূল্যে বিতরন প্রশিক্ষক প্রশিক্ষন।

 

 

বিশেষ প্রতিনিধি ঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় খাদ্য মন্ত্রনালয়ের অধিন খাদ্য অধিদপ্তর এবং বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস আয়োজিত আধুনিক খাদ্য সংরক্ষনাগার প্রকল্পের অধিন গৃহ পর্যায়ে বীজ ও খাদ্য সামগ্রী সংরক্ষনের জন্য ফুডগ্রেড প্লাষ্টিকের তৈরী হাউজহোল্ড সাইলো ভর্তুকি মুল্যে বিতরন প্রশক্ষিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোম বার সকালে বোরহানউদ্দিন উপজেলা অডিটরিয়ামে কৃষির প্রাণ বীজ সংরক্ষনের উপর উপজেলার কৃষি বিভাগের প্রশক্ষিকদের মাঝে প্রশিক্ষন দেন, কৃষিবিদ ড. শহিদুল ইসলাম, (সাবেক পরচিালক ফিল্ড সার্ভিস ও ভুতপূর্ব ন্যাশনাল কনসালটেন্ট (এফএও) এবং জাতিসংঘের খাদ্য কর্মকর্তা)।  প্রশিক্ষক ড. তরিকুল কবির  (ডিপিডিএস)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান, মহাব্বত জান চৌধুরী। কৃষিবিদ প্রশান্ত কুমার সাহা, উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ভোলা। বোরহানউদ্দিন উপজেলায় র্নিবাহী কর্মকর্তা মোঃ আঃ কূদ্দুস। বোরহানউদ্দিন উপজেলায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক, উপজেলায় খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাশ সহ আরো অনেক কর্মকর্তা। এই অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সংরক্ষনের ভিবিন্ন পদ্ধতি সর্ম্পকে বলা হয় এবং সাইলো সর্ম্পকে বিস্তারিত বলা হয়। প্রায় পঁচিশ জন কৃষি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষনের আয়োজন করা হয়। এই প্রশিক্ষনের মাধ্যমে কৃষকদের বীজ সংরক্ষনের ভিবিন্ন পর্যায়ে বলা হয়। উল্লেখ্য, ভোলা জেলার তিনটি উপজেলায় যথাক্রমে ভোলা সদর, বোরহানউদ্দিন এবং চরফ্যাসন এই প্রকল্পের আওতায় সাইলো কার্যক্রম পরিচালিত হবে।

20161128_123800

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top