বোরহানউদ্দিনে শিশু অধিকার সপ্তাহ, জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

14519747_350066198664216_2308108696442325347_n

“শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষেয়ে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক  শিশু অধিকার সপ্তাহ, বিশ্ব শিশু দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস -২০১৬ উদযাপন করা হয়। নানা রঙে রঙ্গীন পোশাকে ছোট-বড় সব বয়সি নারীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয় শুক্রবার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে। বোরহানউদ্দিন উপজেলার প্রায় ২০টি  স্কুল, কলেজ এবং মাদ্রসার শিশুসহ তাদের শিক্ষক ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌরসভার মাননীয় মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মিয়া। অনুষ্ঠানের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন, মহিলা বিষায়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সুফিয়া বেগম। সর্বমোট ৯১ জন প্রতিযোগী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতা শেষে অনুষ্ঠানের বিজয়ী ঘোষণা করা হয়।  দক্ষিণ টবগী মাশরেকি (ডিটিএম) মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির  শিক্ষার্থী রিয়ন্তী দে প্রথম স্থান লাভ করেন। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মোঃ আঃ কুদদূস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বোরহানউদ্দিন, ভোলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন যে, ভবিষ্যৎ নারী অগ্রায়নে সকল কর্মসূচিসহ উপজেলা প্রশাসন হতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top