সরিষা চাষে এবার বাম্পার ফলন
সাগর চৌধুরীঃ গত কয়েক বছর ইরি’ধান চাষ করে কৃষক যে পরিমান লস গুনছেন, এবার সরিষা চাষ করে কৃষকরা লাভবান হবার চেষ্টা করছে।
ধানের দাম নিম্নগতির কারন কৃষকরা যখন হতাশায় পড়ছে ঠিক তখনই সরিষা চাষ করছে।
জেলার বিভিন্ন অঞ্চলে সরিষার ভালো ফলনের আশা করছে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাও বেশ মনোযোগী।
তবে কৃষকরা বলছে, সরিষা সংগ্রহের সময় বা সঠিক সময়ের যদি বৃষ্টি হয় তাহলে ফসল তুলে এবং ফলন ভালো পাবার সম্ভবনা কম।