হাকিমুদ্দিন বাজার সংলগ্ন ব্রীজের পাশে চলছে অবৈধ বালু ব্যবসা
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজার সংলগ্ন ব্রীজের পশ্চিম পাশে অবৈধ বালু ব্যবসা করছে, বলু ডিলারের ছেলে মাসুদ।
এখানের রাস্তার পাশে খোলা বাতাসে বালু উড়ে স্থানীয়দের চলাচলে বাঁধার সৃষ্টি করে। চোখে মুখে গিয়ে বালু ঢোকে। ইতোমধ্যে অনেকের চোখে গিয়ে বালু পড়ে। তারা নিকটস্থ হাসপাতালে গিয়েছেন।
স্থানীয় ভাবে বালু ব্যবসার সত্যতা পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, রাস্তার পাশে বালু ব্যবসা করার কারণে স্থানীয় মানুষের যাতায়াতের অসুবিধা হয়। রাস্তার পাশে খোলা বালু রাখার করণে মানুষের চোখ মুখে গিয়ে পড়ে।
এখানকার স্থানীয় মেম্বার বলেন, এভাবে খোলা বালু ব্যবসা করা অবৈধ, তারপরেও মাসুদ কিভাবে এই ব্যবসা করে আমি জানিনা।
স্থানীয় মেম্বার ছাড়াও এখানকার স্থানীয় মানুষের অভিযোগ বালু নামানো এবং গাড়িতে তোলার সময় বাতাসে উড়ে মানুষের চোখে মুখে গিয়ে পড়ে। পাশে হাকিমুদ্দিন বাজারে লোকজন যাতায়াত করে, এছাড়াও বিভিন্ন স্কুলের বাচ্চারা রাস্তায় নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে।
বলু ডিলারের ছেলে মাসুদ বলেন, আমি এখানে বালুর ব্যবসা করি। কার এমন সাহস অভিযোগ দিব। আপনে পরে কথা বলেন, ব্যস্থ আছি।