ভোলা জেলায় অবৈধ মাছের জাল উচ্ছেদে সমন্বিত বিশেষ অভিযান
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সীমান্তবর্তী হাজিরচরের পাশে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী চরে খুটি পুতে খুরছি জাল ফেলে বিভিন্ন মাছের পোনা ধ্বংস করে থাকে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম এর পরিচালনায় আজ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহানউদ্দিন এ এফ এম নাজমুস সালেহীন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজুল হাসনাইন তাদের স্ব স্ব টিম নিয়ে অভিযানে অংশগ্রহণ করে।
আজকের টিমের সাথে বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
ইলেক্ট্রিক মেশিন ও করাত, দা, কুড়াল দিয়ে খুটাগুলো কেটে নদীতে ভাসিয়ে দেয়া হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত “অবৈধ জাল উচ্ছেদে সমন্বিত বিশেষ অভিযান” হিসাবে মেঘনা নদীতে স্থাপিত প্রায় দুই কিলোমিটারব্যাপী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।