বেনাপোল সীমান্তে পাচারকারীসহ অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশু আটক

PicsArt_11-20-01.19.04.jpg

বেনাপোল সীমান্তে পাচারকারীসহ অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশু আটক

জেলা প্রতিনিধিঃ বেনাপোল ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ ৫৪ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

আজ বুধবার (২০ নভেম্বর) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি  খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদে জানা যায়, অবৈধভাবে ভারত থেকে  নারী, পুরুষ ও শিশুদের একটি দল বাংলাদেশে প্রবেশ করে শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ নারী, পুরুষ ও শিশুকে আটক করে।

অন্যদিকে,  দৌলতপুরের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জেল হোসেন জানান, তার নেতৃত্বে  বিজিবির একটি টহল দল গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করে।  এছাড়া, সাদিপুর সীমান্তে দালালসহ পাঁচ নারী-পুরুষকে  আটক করেন বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক পাচারকারীর নাম আলমগীর হোসেন (৩০)। তার বাড়ি বেনাপোল ভবারবেড় গ্রামে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের  বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top