আজকের অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে কবির বকুল পুরস্কার গ্রহণ করেন।
সাগর চৌধুরীঃ চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।
এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শ্রেষ্ঠ গীতিকার হিসাবে কবির বকুল। ষষ্ঠবারের মত তিনি এই পুরস্কার জিতলেন।
আজকের অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন কবির বকুল।
কবির বকুলের গ্রামের বাড়ি চাঁদপুর। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত, স্ত্রী শিল্পী দিনাত জাহান মুন্নী। তিন সন্তানের জনক তিনি।