দুদক কার্যালয়ে জি কে শামীম কে জিজ্ঞাসাবাদ
সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার সকালের দিকে জি কে শামীমকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়।
গত (২০ সেপ্টেম্বর) রাজধানীর নিকেতন থেকে বিপুল পরিমাণ টাকা, অস্ত্র ও মাদক সহ আটক হন যুবলীগ নেতা জি কে শামীম। তার অফিস থেকে নগদ ১.৮০ কোটি টাকা ও ১৬৫. ২৭ কোটি টাকার এফডিআর উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী।
ছোটখাটো মানুষ হলেও শামীমের ক্ষমতার দাপট ছিল আকাশ সমান। রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় জি কে শামীম প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত।
গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেত।
বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে শামীম ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি।