উত্তপ্ত বুয়েট; আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
এবারে ১০ দফা দাবির মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বুয়েট।
এই দাবিতে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে কোনো সমাধান না হওয়ায় আবারও বিক্ষোভে নেমেছে বুয়েটের শিক্ষার্থীরা।
বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
শুক্রবার বিকেলে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।