সড়ক দুর্ঘটনায় বেঁচে গেলেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক।

PicsArt_08-24-10.50.55.jpg

সড়ক দুর্ঘটনায় বেঁচে গেলেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক।

জেলা প্রতিনিধিঃ খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের বহনকারী গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কেউ আহত না হলেও প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে–মুচড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়রের পাজেরো গাড়িটিও।

খুলনা নগরের আড়ংঘাটা বাইপাস সড়ক মোড়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাইভেট গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে। আটক চালকের নাম বাবু শেখ। তিনি খুলনার রূপসা উপজেলার কিসমত এলাকার বাসিন্দা।

মেয়রের সঙ্গে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ ও মেয়রের দুই গানম্যান ওই গাড়িতে ছিলেন। খুলনা ওয়াসার একটি কাজ পরিদর্শন করতে মেয়র ডুমুরিয়ার শরাফপুর এলাকায় যাচ্ছিলেন।

দুর্ঘটনার সময় মেয়রের গাড়িতে থাকা একজন জানান, মেয়র সুস্থ আছেন। বিকেলে তিনি আওয়ামী লীগের একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, মেয়রের গাড়িবহরে তিনটি গাড়ি ছিল। মেয়রের গাড়িবহরটি ডুমুরিয়া উপজেলার শাহাপুরের শলুয়ার গ্রামের দিকে যাচ্ছিল। আড়ংঘাটা বাইপাস মোড়ে মেয়রের গাড়িটি ঘুরিয়ে অন্যদিকে নেওয়ার সময় একটি প্রাইভেটকার মেয়রকে বহনকরী গাড়ির বাম পাশে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি একজন যাত্রী নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার সহ চালককে আটক করে থানায় নিয়েছে। এই ঘটনায় একটি মামলা করা হবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top