বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন।
সাগর চৌধুরীঃ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী।
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
আজ সকালে ধানমন্ডি ৩২ বাড়িতে সেই স্মৃতির ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন সিনিয়র সচিব, আইআরডি ও চেয়ারম্যান, এনবিআর মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র কর্মকর্তা সহ এসময়ে তার সঙ্গে ছিলেন, মোঃ কামরুল হাসান (উপ-সচিব) সিনিয়র সচিবের একান্ত সচিব। সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন সহ আরও অনেকে।