আজ শুক্রবার প্রেসক্লাবের সামনে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন চলছে।
সাগর চৌধুরীঃ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩২৭ টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসুচি গ্রহন করেছে।
৩২৭ টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসুচিতে তাদের বেতন ভাতা আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
তাদের একমাত্র দাবি, সরকারি কোষাগার থেকে বেতন ভাতা চায় তারা। এছাড়াও বিভিন্ন দাবী দাওয়া আদায়ের জন্য আন্দোলন করছে ৩২৭ টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
দেশের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা আজকের মহা সমাবেশে যোগ দিয়ে অবস্থান কর্মসুচি গ্রহন করেছে।
আন্দোলন কারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করব।