চরম পানি কষ্টে আছেন ভোলা পৌরসভার জনগণ।

PicsArt_05-30-09.41.38.jpg

চরম পানি কষ্টে আছেন ভোলা পৌরসভার জনগণ।

সাগর চৌধুরীঃ জৈষ্ঠ্য মাসের দাবদাহ গরমে যেখানে সাধারন এবং খেটে খাওয়া মানুষের জনজীবন বিপন্ন, ঠিক সে সময় সরকারি এবং বেসরকারি কিছু কর্মকর্তার আচার আচরণ খুবই খারাপ হয়ে উঠছে।

পবিত্র মাহে রমজান মাসে তাদের আচরণ যেন ধর্মহীনতার প্রকাশ পাচ্ছে। রমজান মাসে যেখানে সরকারি নির্দেশ উপেক্ষা করে পানির লাইন সচল রাখছে না। সেখানের এদের উর্দ্ধতন কর্মকর্তা, ওয়ার্ড কমিশনার এবং পৌরসভার মেয়র কোন ব্যবস্থা নিচ্ছে না। জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

ভোলা জেলা শহরের পৌরসভায় দায়িত্বে থাকা কিছু নবাবজাদা কর্মচারী দের দায়িত্ববোধ হিন কর্মকাণ্ডের কারণে চরম পানি সংকটে ভুগছে ভোলা পৌরসভার সাধারণ জনগণ।

ভোলা পৌরসভার পানি সংকট বিভিন্ন ওয়ার্ডের লোকজন অভিযোগ করে বলছে তারা পৌরকর সম্পূর্ণ পরিশোধ করলেও পানির কোন সুব্যবস্থা করছে না পৌরসভা।

সাধারণ গ্রাহকরা অভিযোগ করে বলেন,”৩ দিন যাবৎ পানির অভাবে চরম ভোগান্তিতে রয়েছে ভোলা পৌরসাভা ৯নং ওয়ার্ডের বাসিন্দারা। পৌরসভার পানি সরবরাহকারী কর্মকর্তা তারেক সাহেবের সাথে যোগাযোগ করা হলেও এখনো পানি সরবরাহ করা হয়নি। আল্লাহ্‌ এই রমজানে তুমি সকলকে হেদায়েত দান করুন, আমিন।’

পৌরসভার আরেক বাসিন্দা আরিফ অভিযোগের সুরে বলেন, সম্পূর্ণ পৌরকর পরিশোধ করার পরও দীর্ঘদিন যাবত আমরা পানি পাচ্ছি না।

এদিকে আমজাদ নামে এক বাসিন্দা অভিযোগ করে বলেন ভোটের আগে ও পরে মিষ্টি মিষ্টি কথা বললেও এই গরমে আমাদের পানি দেওয়ার বিষয়টি ভোলা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর ভুলে বসে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top