বুধবার সকালে ভোলা জেলার বোরহানউদ্দিন ও দৌলতখান থানার সিমানাবর্তী এলাকা নুর মিয়ার হাটে দুগ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। এতে বোরহানউদ্দিন থানার বড় মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আলামিনের মাথা-হাত ও পায়ে গুরুতর জখম হয়। বড় মানিকার চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। কিন্তু আমি শুনেছি। মেম্বার আলামিনের অবস্থা খুবই খারাপ। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এস আই হাফিজুর রহমান বলেন, মারামারির সংবাদ পেয়ে আমারা সেখানে যাই। এখন পরিস্থীতি শান্ত।
আপর দিকে দৌলতখান থানার সেকেন্ড অফিসার এস আই আমিরুল বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি সহ আমাদের সদস্যরা সেখানে আবস্থান করি । এখন সেখানকার পরিস্থীতি শান্ত।
এলাকা বাসি সুত্রে জানা যায়, দৌলতখান উপজেলার সাবেক উপজেলা ভাইস- চেয়ারম্যান ও বড় মানিকা ১নং ওয়ার্ডের মেম্বার আলামিনের গ্রুফের মধ্যে মারামারি হয়। তবে এলাকা বাসি আরো জানান, দু‘গ্রুফের অন্তত 10/15 জন আহত হয়।