আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন – তোফায়েল আহমেদ।
সাগর চৌধুরীঃ বিএনপি যতো কথায় বলুক তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি ক্ষমতায় এসে ভোলায় আওয়ামীলীগের নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন করেছে।
আজ শনিবার দুপুরে ভোলা সরকারি বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
মন্ত্রী আরও বলেন, ভোলা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমি ভোলা দিয়েই আজকের তোফায়েল আহমেদ হয়েছি। সেই ভোলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া ভোলায়ও লেগেছে। ভোলাতে দেখেন কোনো ছনের ঘর নেই, নারার ঘর নেই নেই।
আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের ভাই,আমি আপনাদের বন্ধু।
ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ালীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু,পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুস সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক কবি আমজাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আজ শনিবার দুপুরে ভোলা সরকারী স্কুলের মাঠে হাজার হাজার আওয়ামীলিগের কর্মি ও সমর্থকরা বানিজ্যমন্ত্রীর সমাবেশে অংশগ্রহন করে।