শারদ সন্ধ্যা
মোঃ আঃ কুদদূস
কবির কবিতা আজ ভাষাহীন মুক
এক সাগর রঙিন স্বপ্নের আরতি
আসবে কবে সেই শারদীয় সন্ধ্যা
সমার্পিতে সকাশে তাহার আকুতি।
শারদ সন্ধ্যায় যদি হয় দেখা কবু
দেখিবো সতত তার শাশ্বত রূপ
চাঁদের মিষ্টি আলোয়ে হেরিবো-
অমরাবতীর কল্পলোকের স্বরূপ।
এ পল্লীর কোমল মৃত্তিকার মমতা
যুগান্তরের বুকে আঁকে কত ছায়া
যদিও একদা হারিয়ে মনের টান
কবি গুটায় খোলসে নিজের কায়া।
তবু হারাবার আগে কখনো হেথায়
রচিত হবে ভাষাহীন অমর কবিতা
সব শেষে হলেও, স্বপ্নে বা জাগরে
ফুটবে মায়াবী মুখের অপূর্ব মমতা।
শারদ সন্ধ্যার ঝিঁ ঝিঁ পোকার গানে
শীত শীত উষ্ণতার ভালো লাগায়
নিরব নির্জন সুন্দর সন্ধ্যায় একদা
কবিতা শুধাবে দৃষ্টিহীন কবি ইশারায়।
মহাকালের মহাস্রোতে হারায় শরত
শুধু রয়ে যায় কবির চিরায়ত চেতনা
এমনি সন্ধ্যায় আবার কি আসিবে সে,
পশ্চাতে ফেলে জীবনের শত ব্যঞ্জনা।
৩ নভেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ