তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “পাখির নীড়”।

PicsArt_09-16-10.10.09.jpg

পাখির নীড়
মোঃ আঃ কুদদূস

সময়ের পরিক্রমায়, আবার, বহুবার,
তেপান্তরের পাখি উড়ে উড়ে
আসবে ফিরে- এই বাংলায়,
শুধু ভালোবাসার টানে, শত মায়ার বন্ধনে।

এই বাংলার সবুজ প্রান্তরে,
ধান ক্ষেতে, কিংবা শরতের কাশবনে,
বিকেলের সোনা রোদে ভিজতে
বাংলার পাখি ফিরবে আপন নীড়ে।

সোদা মাটির টানে, লক্ষ প্রাণের গানে,
মমতার নাভীমূলে, বটের ছায়াতলে,
বাধার বাঁধন খুলে,
এক সোনালি সকালে পাখি ফিরবেই।

মায়ের শ্যামলিমায়, কোকিলের কুহুতানে,
পল্লীর ছায়াপথে, দুপুরের খরতাপে,
আর একবার স্থির দাঁড়াবে পাখি,
এই বাংলায়, জন্ম জন্মান্তরের অনুরাগে।

প্রকৃতির অপরুপ মৌনতায়, রৌদ্র ছায়ায়,
চাঁদের রুপালি আলো ভরা রাতে,
সূর্যের মায়াবী মমতায়,
আবার দেখা হবে, এই অমর বাংলায়।

প্রবল মেঘনার ভরা জোয়ারে, বানের টানে,
হারিয়ে যাওয়া পল্লীর বালুচরে,
তেতুলিয়ার বাঁকে বাঁকে,
হাসি হাসি মুখে, দেখবে পাখি, বাংলা মাকে।

গোধূলির আঁধারে, ঝিঁ ঝিঁ পোকার ডাকে,
হৃদয়ের শত সুর ছন্দে,
ভালোবাসার শত আনন্দে,
হাসবে সে অমলিন হাসি, শুধু এই বাংলায়।

জনম ফুরাবে, সাঙ্গ হবে সব খেলা,
চিরায়ত বাংলায় কাটবে কত বেলা,
জগত জনম ঘুরে তবুও একদিন,
এই বাংলায় পাখি আসবে উড়ে উড়ে।

১৬ অক্টোবর ২০১৮
অমিল মুক্তক ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top