তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “ইচ্ছেগুলো”।

Uno.1.jpg

ইচ্ছেগুলো
মোঃ আঃ কুদদূস

তোমার ইচ্ছাগুলো জানতে প্রচণ্ড ইচ্ছা জাগে
রাত জেগে কত স্বপ্ন দেখি ভোর হবার আগে
দেখি, তুমি স্বপ্ন দেখো, কল্পনার ডানায় উড়ে
আমি আছি সেই স্বপ্নে আপাদমস্তক জুড়ে।

আচ্ছা, তোমার প্রতিটি ইচ্ছা, বলো আমায় খুলে
আমি না হয় তা মেনে নিব বাধ বিসম্বাদ ভুলে
কোন একদিন দেখব ইচ্ছার বেসাতি মেলে
স্বপ্নগুলো সব তারা হয়ে দূর আকাশে জ্বলে।

ইচ্ছেগুলোকে সাজাব আমি ধ্রুব তারার মতন
থরেথরে রাখবো সেসব করে মোর আপন
আঁধার রাতের বুক চিরে ছড়াবে শত আলো
সেই আলোতে কেটে যারে রাতের নিকষ কালো।

এবার তবে বলো, ইচ্ছেগুলো সবুজ না লাল?
নিয়ন আলোয়ে দেখব তা বহু বছর কাল
পূর্ণ হবে সাধের মেলা আর ক’টা দিন পর
ভয় পেয়ো না সাথে আছি মোরা জন্ম জন্মান্তর।

তোমার যদি ইচ্ছে জাগে হতে লাল প্রজাপতি
ঘাসবনে নিয়ে ডাকব আমি, হে অমরাবতী!
তুমি বলবে, উড়ব আমি বাতাস ধরে ধরে
বলব আমি, সাবধান, যেও নাকো ধপাস পড়ে।

আবার যদি ইচ্ছে জাগে, হবে তুমি ঘাসফড়িং
বলব, সাবধান, করো নাকো বেশি তিড়িংবিড়িং
বৃষ্টি হলে বুঝবে মজা শরীরটা হবে ভাজা
গাভী পাইলে সাবার করবে একদম তাজা।

ইচ্ছে যদি হয়, হবে নিশীথ আকাশের তারা
জ্বীন পরী সব করবে আমার আকাশ ছাড়া
খুশি হয়ে তোমার কপালে পরিয়ে দিব টিপ
মোদের অট্টহাসিতে ফুটবে আলোর ঝিলিক।

১২ আগস্ট ২০১৮
অক্ষরবৃত্ত ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top