তবু আমি শান্ত, স্থীর!
সাগর চৌধুরী।
পৃথিবীর চারদিকে সৃর্যের তাপ,
মরুভূমি ও তাপে ফুটছে
কিন্তু তুমি কত শান্ত, শীতল
যেন জমাট বাঁধা বরফ….
সত্যি হেরে যাই বরফ শীতল তোমার কাছে, কত ভাবে হেরে যাই, বলতে গেলে দীর্ঘ হয় লাইন, তবু
আমি শান্ত, স্থীর!
স্নান শেষে বালিকারা হেটে যায়, শরীর চুয়ে
পানির ফোঁটা ঝড়ে, মেঘ না বৃষ্টি
মনের ভেতর শীতল হাওয়া ছোটে।
সত্যি উড়ে যাই হাওয়া হয়ে তোমার কাছে, কত
ভাবে উড়ে যাই, বলতে গেলে দীর্ঘ হয় লাইন, তবু
আমি শান্ত, স্থীর!
বেলা শেষে কপতেরা নীড়ে ফিরে, নাড়ীর টানে
সবুজ মায়া ভুলে, ফুল না ফল
চোখের ভেতর মায়ার উথাল টানে।
সত্যি ছুটে যাই মায়ার টানে তোমার কাছে, কত ভাবে ছুটে যাই, বলতে গেলে দীর্ঘ হয় লাইন, তবু
আমি শান্ত, স্থীর!
১৫/০৬/১৮
কাশীগঞ্জ।