বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে কেন্দ্রীয় কমিটির সাথে একাত্বতা ঘোষনা করে বোরহানউদ্দিনে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটে বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের হল রুমে বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়কারী মো: বশির আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৪ মার্চ ঢাকা কেন্দ্রিয় শহীদ মিনারে মহাসমাবেশকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নির্দেশ মোতাবেক পরবর্তী কর্মসূচী বাস্তবায়নের জন্য উক্ত সভায় বোরহানউদ্দিনের সকল শিক্ষক-কর্মচারী যোগ দিয়ে আলোচনার মাধ্যমে আগামী ১১, ১২, ১৩ মার্চ বোরহানউদ্দিনের সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জনসহ মহাসমাবেশে উপস্থিতি নিশ্চতকরন এবং মহাসমাবেশে দাবী আদায়ের লক্ষে শিক্ষক কর্মচারীরা ঢাকায় অবস্থান ধর্মঘটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আন্দোলন সফল করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বোরহানউদ্দিন মহিল কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উপাধাক্ষ্য মো: সোহরাব হোসেন, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি বোরহানউদ্দিনের আহ্বায়ক তোফায়েল হোসেন, প্রধান সমন্বয়কারী মো: বশির আহমেদ, বোরহনউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: বশির উল্ল্যাহ, প্রধান শিক্ষক কাজী আবদুল মান্নান, সরোওর্য়াদী হাওলাদার, মো: শরীফ, মো: সোহেল হোসেন।
অনুষ্ঠনটি সঞ্চালন করেছেন বি,কে,এম, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।