দুদকের খবর পেয়ে বরিশাল জেলা রেজিস্ট্রার মহসিন মিয়া পালিয়ে গেলেন

Picsart_25-04-17_01-20-18-964.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বরিশালের জেলা রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেন, বরিশাল দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহা। ছবিটি বরিশাল জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে নেওয়া।

সাগর চৌধুরীঃ আজ বুধবার (১৬ এপ্রিল ২০২৫) বরিশাল জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আসছে শুনে গোপনে পালিয়ে গেলেন জেলা রেজিস্ট্রার মো. মহসিন মিয়া।

বরিশাল দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহা
আজকের অভিযান পরিচালনা করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কাছে আগে থেকেই অভিযোগ ছিল যে, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবাপ্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতি।

রাজ কুমার সাহা’র আজকের অভিযানে একাধিক দুর্নীতির প্রমাণ পেয়েছে।

দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত টাকা কার্যালয়ের সবাই ভাগ করে নিতেন বলে নিশ্চিত করেছে দুদক টিম।

দলিল রেজিস্ট্রেশন ও নকল উত্তোলনে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান। অভিযানে চারটি দলিল দুদক কর্মকর্তারা জব্দ করেছেন। যেখানে সরকারি রাজস্ব খাতের উৎস কর কম দেখিয়ে ওই অর্থ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ-বণ্টন হয়েছে। নগরের চরবদনা মৌজায় দলিল রেজিস্ট্রি নিষিদ্ধ হলেও ওই মৌজায় রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া দুটি দলিল পাওয়া গেছে।

দুদকের সহকারী পরিচালক রাজ কুমার বলেন, অভিযান শুরুর পর জেলা রেজিস্ট্রার মো. মহসিন মিয়া কার্যালয়ে আছেন বলে আমরা জানতে পারি। কার্যালয়ের নিচতলায় অভিযানের সময় বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার পর দোতলায় তার কক্ষে গিয়ে আর পাওয়া যায়নি। নিচতলায় অভিযানের সময় পালিয়ে গেছেন। এরপর তার কক্ষে আমরা অপেক্ষা করি। কার্যালয়ের কর্মচারীরা জানান স্যার ওয়াশরুমে গেছেন। কিন্তু দীর্ঘক্ষণ সময় পরও না আসায় তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হয়। চারবার কল দেওয়ার পর রিসিভ করেন। এরপর অবস্থান জানতে চাইলে তিনি ঢাকার পথে আছি বলে জানান। কোনও কিছুর প্রয়োজন হলে কার্যালয়ের সঙ্গে আমাদের কথা বলতে বলেন তিনি। এরই মধ্যে কার্যালয়ের কর্মচারীরাও গা ঢাকা দেন। ফলে আর কাউকে পাওয়া যায়নি।’ 

রাজ কুমার সাহা আরও বলেন, অভিযান চলাকালে চারটি দলিলের রেজিস্ট্রেশনে সরকারি ফি কম দেওয়ার প্রমাণ পেয়েছি আমরা। সরকার নির্ধারিত উৎস কর না দিয়ে কম দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়। এ ছাড়া বিভিন্ন দলিলে বিভিন্ন রকম দাম দেখিয়ে উৎস কর কম জমা দেওয়া হয়। এভাবে একাধিক দলিল করলেও ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কাগজ পাওয়া যায়নি। ওসব টাকা জেলা রেজিস্ট্রার থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগবাঁটোয়ারা হয়েছে বলে কর্মচারীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি আমরা।’

তিনি বলেন, বরিশাল সদর উপজেলার চরবদনা এলাকায় জমি রেজিস্ট্রেশনে সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দলিল সম্পন্ন করেছেন জেলা রেজিস্ট্রার। সে বিষয়টি ধরা পড়েছে। এ ধরনের দুটি দলিল জব্দ করা হয়। এর আগে এভাবে একাধিক দলল করে দিয়েছেন জেলা রেজিস্ট্রার। ওগুলো টাকার বিনিময়ে ছাড়া কোনোভাবেই করা সম্ভব হয়নি।

জেলা রেজিস্ট্রার ও তার কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা জানার জন্য জেলা রেজিস্ট্রারের কক্ষে এক ঘণ্টা অপেক্ষা করেও তাকে পাইনি।’

পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে এই দুদক কর্মকর্তা বলেন, অভিযানে যা পাওয়া গেছে তা এবং জেলা রেজিস্ট্রারের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করে দুদকের প্রধান কার্যালয় পাঠানো হবে।

সেখান থেকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও সংবাদ পড়ুন।

একদিনে ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

চাঁদপুর হাইমচর সাব-রেজিস্ট্রি অফিসারের দূর্নীতি – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

ঢাকার কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, ঘুষ বানিজ্য ও দুর্নীতি – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

টাঙ্গাইলের কালিহাতি সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে দুদকের অভিযান 

আরও সংবাদ পড়ুন।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সাবরেজিস্ট্রার, গড়েছেন সম্পদের পাহাড়

আরও সংবাদ পড়ুন।

সাবরেজিস্ট্রার রামজীবন অভিনব কায়দায় ঘুসের টাকা বাড়িতে পাঠান

আরও সংবাদ পড়ুন।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে একাধিক অভিযোগ – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

গাজীপুরের সাব-রেজিস্ট্রার নূরুল আমিন তালুকদার তার স্ত্রী ও মেয়ের স্থাবর-অস্থাবর স‌ম্প‌ত্তি জ‌ব্দ

আরও সংবাদ পড়ুন।

৬৭৭ কোটি টাকার গরমিল সাবরেজিস্ট্রার অফিসে

আরও সংবাদ পড়ুন।

নিবন্ধন অধিদপ্তরের দালাল দুর্নীতিবাজ চক্র; তেজগাঁও রেজিস্ট্রার ভবনের দূর্নীতি ও অনিয়ম

আরও সংবাদ পড়ুন।

নিবন্ধন অধিদফতরের কর্মকর্তাদের সম্পদের হিসাব চেয়ে চিঠি

আরও সংবাদ পড়ুন।

২০ জেলায় নতুন জেলা রেজিস্ট্রার; ১০ সাব-রেজিষ্টারের জেলা রেজিস্ট্রার হিসাবে পদোন্নতি

আরও সংবাদ পড়ুন।

১২ জেলায় জেলা রেজিস্ট্রার বদলি

আরও সংবাদ পড়ুন।

১৭ সাব-রেজিস্ট্রার বদলি

আরও সংবাদ পড়ুন।

সারাদেশে ৩৬ সাব-রেজিস্ট্রার বদলি

আরও সংবাদ পড়ুন।

সাব-রেজিস্ট্রার তনু রায় সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক

আরও সংবাদ পড়ুন।

বিপুল পরিমাণ টাকা সহ দলিল লেখক ‘সিন্ডিকেটের’ ৩ জনকে আটক

আরও সংবাদ পড়ুন।

রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের মন্তব্যে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top