১/ হাসপাতালে নোংরা ময়লা অপরিষ্কার,নোয়াখালীর সিভিল সার্জন দায় এড়াতে পারে না!
২/ অনিয়ম ও দূর্নীতি।
৩/ সরকারের বরাদ্দ আত্মসাৎ।
জেলা প্রতিনিধিঃ হাসপাতাল হলো এমন একটি জায়গা যেখানে মানুষ নিজেকে ফিরে পেতে যায়। তাহলে হাসপাতালের পরিবেশ কেমন হওয়া দরকার?
নোয়াখালী সদর হাসপাতাল। যেখানে একটি অত্যাধুনিক আইসিইউ আছে। ১০টি বেড কিন্তু কার্যতঃ ৫টি তাহলে বাকি ৫টি কোথায়? সেগুলো শুধুই বেড নাম নিয়ে জেগে আছে!
সরকারি হাসপাতালে আম জনতা সেবা নিতে আসে কিন্তু সে সেবার মান কতটা মানসম্মত?
হাসপাতালের গেইটে মানুষের ‘ লাদা’ (বিষ্ঠা)
সামনের রাস্তা তো বলাই বাহুল্য ধুলোবালি এবড়োথেবড়ো।
ভেতরের অবস্থা ছবি দেখেই অনুমান করতে পারা যায়।
কোথাও কোন ডাস্টবিন নেই। চারদিকে পানের পিক, খাবারের উচ্ছিষ্ট, সিগারেটের লেজ,চিপ্সের প্যাকেট, কফ, থুতু, ধুলোবালির তো কথাই নেই! এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। চিকিৎসা কী দিচ্ছে না দিচ্ছে তাতো পরের হিসাব আগে তো সুস্থ সুন্দর একটা পরিবেশ প্রয়োজন। সিভিল সার্জন এটা নয় কি?
হাসপাতালের পরিবেশ রক্ষা করা সিভিল সার্জনের নৈতিক কর্তব্য। মানুষ ভালো পরিবেশে চিকিৎসা সেবা নেবে এটাই মানুষের অধিকার।
সরকারি সব প্রতিষ্ঠানে আউট সোর্সিং থেকে সুইপার নেয়া হয়। রাজনৈতিক প্রভাবে তারা থাকে বি এ পাশ এম এ পাশ!
এই হাসপাতালে এ কাজ তারা আদৌ করে না! গোদের উপর বিষপোড়া হলো দুর্নীতি! পুরো হাসপাতাল অনিয়ম ও দূর্নীতিতে নিমজ্জিত।
ফ্লোরে ফ্লোরে রোগীদের সাথে কথা বলে জানা গেলো এখানে ডাক্তার-নার্সও সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে না। খাবারের মান নিম্ন মানের।
জনগণ এ অব্যবস্থাপনা থেকে মুক্তি চায়। কিন্তু জনগনকে চাপিয়ে রাখতে পারলেই তো সিভিল সার্জনের পকেটে পয়সা আসে।
১৬ জুন ২০২০ থেকে নোয়াখালী জেলায় সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন ডাঃ মাসুম ইফতেখার। তার নিজের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। হাসপাতালের বিষয়ে তার মতামত জানতে মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ জালিয়াতি – নিয়োগ কমিটির সভাপতি ও সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
আরও সংবাদ পড়ুন।
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে অনিয়ম ও ঘুষ বানিজ্য – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
সারাদেশে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ জালিয়াতি – নিয়োগ কমিটির সভাপতি ও সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা