ভোলা বোরহানউদ্দিনে তিন কিশোরের জরিমানা করল ভাম্যমান আদালত।

111222333.jpg

তিন কিশোরের জরিমানা করল ভাম্যমান আদালত।

বোরহানউদ্দিন থেকে , বোরহানউদ্দিন উপজেলাধীন গংগাপুর ইউনিয়নে তেতুলিয়া নদীতে, তিন কিশোর ইলিশ মাছ ধরার জন্য জাল ফেললে ঘটনাস্থল থেকে তাদের আটক করে উপজেলা মৎস্য কর্মকর্তা ও বোরহানউদ্দিন থানা পুলিশ। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্ দূস, তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

মা ইলিশ নিধন মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৫ধারা আইন ভঙ্গকারীরা হলেন, ১/ মো সোহেল (১৭) পিতাঃ শাহে আলম। ধারিয়া ৩নং ওয়ার্ড গংগাপুর। ২/ ইয়ামিন (১৪) পিতাঃ মাইনউদ্দিন । ৩/ শাহিন (১৩) পিতাঃ তবু খা ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ দূস বলেন, ইলিশ অভিযানের সময় আইন অমন্য করলে কোন ছাড় নেই। অভিযান চলবে।

এসেময় বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top