নকলনবিশদের চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান ধর্মঘট
সাগর চৌধুরীঃ সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের (এক্সট্রা মোহরার) চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার
(নকলনবিশ) অ্যাসোসিয়েশনের সদস্যরা।
গত রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২৩ অক্টোবর বুধবার চতুর্থ দিনের মত কর্মসূচি পালন করে কয়েকশ সদস্য।
লিখিত বক্তৃতায় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রিমকোর্টের নকলনবিশ মিডওয়াইফারি নার্সদেরকেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আইন
মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের নকলনবিশদের বিষয়টি আজও সংশ্লিষ্ট দপ্তর আমলে নেননি। নকলনবিশরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকলনবিশরা জমির
দলিলের এক পৃষ্ঠা বালামে লিখলে মাত্র ২৪ টাকা মঞ্জুরি পায়।
প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে সব নবিশকে দেওয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে
জমা হচ্ছে। নকলনবিশদের টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ীকরণ করা সম্ভব।
নকলনবিশদের দীর্ঘদিনের দাবি চাকরি স্থায়ী করা হোক। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়ে গেছি।
অবস্থান ধর্মঘটে আরও বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আল আমীন সরকার সহ-সভাপতি এসকে রুমেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ আরও অনেকে।
আরও সংবাদ পড়ুন।
অহিদুল ইসলাম ঢাকা জেলার রেজিস্ট্রার দুর্নীতির মামলায় কারাগারে
আরও সংবাদ পড়ুন।
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি, অনিয়ম ও ঘুষের অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
রাজস্ব হারাচ্ছে সরকার – ঘুস দুর্নীতিতে সাবরেজিস্ট্রাররা বেপরোয়া
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
২০ জেলায় নতুন জেলা রেজিস্ট্রার; ১০ সাব-রেজিষ্টারের জেলা রেজিস্ট্রার হিসাবে পদোন্নতি
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
গাজীপুরের সাব-রেজিস্ট্রার নূরুল আমিন তালুকদার তার স্ত্রী ও মেয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ
আরও সংবাদ পড়ুন।
সাব-রেজিস্ট্রার অফিসের কোটিপতি পিয়ন ইয়াছিনের ৫ কোটি টাকা জরিমানা ও ৮ বছর জেল