সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি বাতিল, পুনর্গঠনের নির্দেশ

Picsart_23-01-04_23-21-30-714.jpg

শিক্ষা প্রতিবেদকঃ সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠন করতে বলা হয়েছে।

বুধবার (২১ আগস্ট ২০২৪) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের ২০১১ সালে ৯ নভেম্বরের প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ ৫ এর উপানুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো।

এ অবস্থায় উক্ত নীতিমালার অনুচ্ছেদ ২ এর উপানুচ্ছেদ ২.১০ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও সংবাদ পড়ুন।

কমিশনার, ডিসি, ইউএনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের দায়িত্বে

আরও সংবাদ পড়ুন।

প্রাথমিক স্কুলের নতুন সময়সূচি; সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে

আরও সংবাদ পড়ুন।

১২৬ জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন

আরও সংবাদ পড়ুন।

আগামী ২৬ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে

আরও সংবাদ পড়ুন।

সপ্রবি শিক্ষক নিয়োগ – পরীক্ষা শুরুর আগেই পরিক্ষার্থীর হাতে পৌঁছে যেত উত্তরপত্র

আরও সংবাদ পড়ুন।

প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত – আপিল বিভাগ

আরও সংবাদ পড়ুন।

শিক্ষকদের কড়া হুঁশিয়ারি দিলো – শিক্ষা অধিদপ্তর

আরও সংবাদ পড়ুন।

প্রাথমিকে ২৮ হাজার প্রধান শিক্ষক পদোন্নতি পাচ্ছেন

আরও সংবাদ পড়ুন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৯ নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top