এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান

Picsart_24-03-06_07-53-21-161.jpg

কাজী জেবেল সংবিধান অনুযায়ি (বিদায় সভাপতি), রাশেদ আলী (একুশে টেলিভিশন) আশীষ কুমার সেন (দৈনিক জনতা) রতন চন্দ্র বালো (আমার বার্তা) ও নির্বাহী কমিটি (একজন কো-আপ্ট করবেন)।

সাগর চৌধুরীঃ শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ এর ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বার্ষিক সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়সহ যাবতীয় প্রতিবেদন উপস্থাপণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আফরিন জাহানের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী জেবেল। এসময় অর্থ সম্পাদক শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান নিজ নিজ প্রতিবেদন উপস্থাপণ করলে কণ্ঠ ভোটে তা পাস হয়। এজিএমে সংগঠনের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

পরে প্রধান নির্বাচন কমিশন মোস্তফা কাজলের (বাংলাদেশ প্রতিদিন) নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও কামাল হোসেন তালুকদার (বিডি নিউজ)।

নতুন এ কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি: হাবিবুর রহমান (একাত্তর টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক: শামছুল ইসলাম (নয়াদিগন্ত, পুন:নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক: মাহমুদ রাকিব (এখন টেলিভিশন), দফতর সম্পাদক: ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক: মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ)।

এছাড়া নির্বাহী সদস্য: কাজী জেবেল সংবিধান অনুযায়ি (বিদায় সভাপতি), রাশেদ আলী ( একুশে টেলিভিশন) আশীষ কুমার সেন (দৈনিক জনতা) রতন চন্দ্র বালো (আমার বার্তা) ও নির্বাহী কমিটি (একজন কো-আপ্ট করবেন)।

আরও সংবাদ পড়ুন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

আরও সংবাদ পড়ুন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন

আরও সংবাদ পড়ুন।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top