কিশোরগঞ্জের কটিয়াদিতে মরুদ্বীপ ‘৭১ স্বাধীনতা পার্কে তিনটি ভাষ্কর্যের উদ্বোধন করেন ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক
বিশেষ প্রতিবেদকঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নে মরুদ্বীপ ‘৭১ স্বাধীনতা পার্কে নির্মিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ কে এম ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাস্কর্য উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এ সময় আকাশে বেলুন উড়িয়ে ও দু’টি সাদা পায়রা অবমুক্ত করেন এ দুই নেতা। গত শনিবার ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের আমন্ত্রণে সংগঠনের বর্তমান নির্বাচিত কমিটির নেতারা কটিয়াদি সফর করেন। সফরকালে নেতারা কটিয়াদির প্রত্যন্ত গ্রাম লোহাজুরীতে অবস্থিত মরুদ্বীপ ‘৭১ স্বাধীনতা পার্ক পরিদর্শন ও পার্কের চেয়ারম্যান নুরুজ্জামান ইকবালের আতিথিয়েতা গ্রহণ করেন।
সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব থেকে রওনা হয়ে নেতৃবৃন্দ ১১টায় কিশোরগঞ্জের ভৌগলিক সীমানা পাইকান ব্রীজে পৌঁছানো মাত্রই কটিয়াদি রিপোর্টার্স ইউনিটির নেতারা ফুল দিয়ে সফরকারী নেতাদের স্বাগত জানান। পরে, সাড়ে ১১টার দিকে চরকাউনিয়ায় অবস্থিত সভাপতির বাড়িতে বিশ্রাম নেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভুইয়া, আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম বিএসসি, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম আফ্রাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবি সানীসহ স্থানীয় নেতারা ফুল দিয়ে ডিইউজের সফরকারী নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। সফরকালে সাংবাদিক ইউনিয়নের নেতারা লোহাজুরী ইউপি কার্যালয়সহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন।
দুপুরে, মরুদ্বীপ ‘৭১ স্বাধীনতা পার্কে পৌঁছালে নেতাদের স্বাগত জানান পার্কের স্বপ্নদ্রষ্টা নুরুজ্জামান ইকবাল। সফরকারী সাংবাদিক নেতারা পার্কটি ঘুরে দেখেন এবং প্রত্যন্ত অঞ্চলে এমন একটি ব্যাতিক্রমী ভাষ্কর্য পার্ক নির্মানের জন্য নুরুজ্জামান ইকবালের ভুয়সী প্রশংসা করেন।
পরে বিকেলে পার্কের কনভেনশন হলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পার্কের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান ইকবালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, মাছরাঙ্গা টিভির উপ বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, গাজী টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্কের চেয়ারম্যান নুরুজ্জামান ইকবালের সহধর্মিনী রাশিদা খানম ইকবাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ সেলিম।
মরুদ্বীপ ভাষ্কর্য পার্ক পরিদর্শনে নিজের অনুভূতি ব্যক্ত করেন – ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এম এ কুদ্দুস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি জিহাদুর রহমান জিহাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনকল্যান সম্পাদিক সোহেলী চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ৭১ টিভির সুরাইয়া অনু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোটার শাহনাজ পারভীন এলিস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও নাগরিক টিভি সিনিয়র করসপন্ডেন্ট রাজু হামিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অজিত মহলদার, আজকের সংবাদ পত্রিকার চিফ রিপোটার আবুল হোসেন, দৈনিক বাংলার সময়ের নির্বাহী সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, মানবজমিন পত্রিকার ফটো এডিটর শাহীন কাউসার, সময় টিভি ও দৈনিক সময়ের আলোর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের সাবেক জিএস ও ইটিভির জেলা প্রতিনিধি সাকা উদ্দিন রাজন, কটিয়াদী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের কটিয়াদী প্রতিনিধি ফজলুল হক আলমগীর জোয়ারদার প্রমুখ।
এ সময় ঢাকা, কিশোরগঞ্জ জেলা, কটিয়াদি ও বাজিতপুর উপজেলার টিভি, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে সফরকারী সাংবাদিক নেতাদের শুভেচ্ছা জানান।
কটিয়াদি প্রেসক্লাবের আমন্ত্রণে সফরকারী সাংবাদিক নেতারা এদিন রাতে কটিয়াদি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় সাংবাদিক নেতারা বিভিন্ন ভুঁইফোড় সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার নামধারী সাংবাদিকদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের কাছে এ পরিস্থিতি তুলে ধরার আহবান জানান।