মোহা. সেলিম উদ্দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব। তিনি ভোলা জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান।
সাগর চৌধুরীঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহা. সেলিম উদ্দিনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেলিম উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সেলিম উদ্দিন ১৯৯৪ সালের ২৫ এপ্রিল নওগাঁ জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি চাঁদপুর, বান্দরবান পার্বত্য জেলা ও বান্দরবান জেলা পরিষদে সহকারী, সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি কক্সবাজারের রামু উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোলা জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া মন্ত্রণালয় পর্যায়ে তিনি বিভিন্ন সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন সেলিম উদ্দিন।
আগামী বছরের ১ জানুয়ারি অবসরে যাবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
আরও সংবাদ পড়ুন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন ড. নাহিদ রশীদ
আরও সংবাদ পড়ুন।
সাবেক খাদ্য সচিব বরুণ দেব মিত্রের মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পদ জব্দ
আরও সংবাদ পড়ুন।
খাদ্য সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য ও প্রাণিসম্পদ খাত – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী